হোম » অন্যান্য বিভাগ » রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে আখেড় রস বিক্রি করে চলে সংসার

রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে আখেড় রস বিক্রি করে চলে সংসার

রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে আখেড় রস বিক্রি করে চলে সংসার

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজার ঘুরে ঘুরে আখেড় রস বিক্রি করে চলে মোঃ আব্দুল আলিমের সংসার। সকাল থেকে  সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-হাটবাজারে  বিক্রি করেন এই সুসাধু আখেড় রস। কিন্তু প্রচন্ড শীতের কারনে এখন আর তেমন বিক্রি হয়না। গ্রীস্মকালে প্রচুর চাহিদা থাকলেও এখন আর তেমন চাহিদা না থাকায় অলস সময় পার করতে হচ্ছে তাকে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তিনি বলেন, ঠান্ডার কারনে এখন আর তেমন মানুষ আখের রস  খায় না। তাছাড়া এ সময়ে আখ ঠিক মতো পাওয়াও যাচ্ছে না। ভাবছি এই পেশাটা পাল্টাতে। কিন্তু অর্থের অভাবে সেটাও পারছি না। সারাদিন উপজেলার বিভিন্ন হাট- বাজার ঘুরে ঘুরে আখের রস বিক্রি করে যে টাকা পায় তাই দিয়েই  পরিবারের জন্য বাজার করতেই ফুরে যাই। এই টাকা দিয়ে ভবিষ্যতের জন্য কোনো কিছু আশা করা যায় না। উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আখেড় রস কিন্তে আশা মোছাঃ বিলকিস খাতুন জানান, ছেলের আব্দারের কারনে এক গ্লাস ১০ টাকা দিয়ে কিনলাম। আর বাড়ির জন্য ৬ গ্লাস ৫০ টাকা দিয়ে নিয়ে গেলাম। এখানকার আখগুলো খুব মিস্টি ও সুসাধু। আগে ছেলের স্কুল খোলা ছিল তাই প্রায় প্রতিদিনও স্কুল থেকে ফেরার পথে কয়েক গ্লাস বাড়িতে নিয়ে যেতাম। এখন স্কুল গুলো বন্ধ থাকার কারনে ঠিক মতে আর আসাও হয় না, আখেড় রস আর কেনাও হয় না। এদিকে আখের রস ব্যবসায়ী মোঃ আব্দুল আলিম জানান, আখের রসেড় প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু আর্থিক সংকটের কারনে সময় মতো আখ কিনতে না পাড়ায় আগের মতো এখন আর প্রতিদিন আখেড় রস বিক্রি করতে পারি না। এমতাবস্হায় সংশ্লিস্ট সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন আখ ব্যবসায়ী মোঃ আব্দুল আলিম।

error: Content is protected !!