বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন মানব পাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৩টায় জেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর-বদলগাছী সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম। বিশেষ অথিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজির প্রতিনিধি আয়নুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, জাকির হোসেন চৌধুরী, সাইদুল ইসলাম কেটু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক দুলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।