রায়হান আলী উলাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও গ্রামবাসীর মাঝে নিজ উদ্যোগে পেঁপে চারা বিতরণ করেন বৃক্ষপ্রেমী ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন।এসময় উপস্থিত ছিলেন বড়হর ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খান,তেতুলিয়া দাখিলী মাদ্রাসার শিক্ষক জিন্নাত আলী,ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়ের শিক্ষক ও পরিচালক মালেকা বেগম,সহকারী শিক্ষক লাকী খাতুন,ডেফলবাড়ী গ্রামের প্রবীন ব্যক্তি আব্দুল কাদের, আলতাব হোসেন সরকার,ইউনুছ আলী,ওসমান প্রামানিক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আবুল হোসেন ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা মুলক কাজের অংশ হিসাবে এমন উদ্যোগ গ্রহণ করে প্রায় আট বছর যাবত চলছে তার এই ব্যতিক্রমী কার্যক্রম । সরকারসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে আজীবন এমন কার্যক্রম চালিয়ে প্রচুর পরিমাণ সবুজ বৃক্ষরোপণ ও শাক সবজি বীজ এবং চারা বিতরণের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের মডেল হিসেবে তুলে ধরতে চান সিরাজগঞ্জ জেলার এই পরিবেশ প্রেমী আবুল হোসেন।