শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন জামতলী হইতে রাজার গাড়ী পর্যন্ত ০১ কিঃমিঃ পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি শুভ উদ্বোধন করেন ৩৭-বগুড়া-২শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রী কমিটির ভাইস প্রেসিডেন্ট জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। পরে অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার সাহার আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শরিফুল ইসলাম জিন্নাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান হোসেন, উপজেলা যুব সংহতির আহŸায়ক হুসাইন শরীফ সঞ্চয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সদস্য সচিব ফজলুল বারী, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ প্রমূখ। রাস্তাটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়। এসময় শরিফুল ইসলাম জিন্নাহর উন্নয়নে পর্যালোচনা শুনে সুধি সমাজ এমপি জিন্নাহকে করতালির মাধ্যমে শুভেচ্ছা প্রদান করেন।

শিবগঞ্জ বুড়িগঞ্জে জামতলী-রাজার গাড়ী রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন
সংবাদ পড়ুন, লাইক দিন এবং শেয়ার করুন