হোম » জাতীয় » যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল

জাতীয় নির্বাচনের জন্য গত কায়েক দিন ধরে বিএনপির থেকে বর্তমান আন্তরবর্তীকালীন সরকারের চাপ দিয়ে যাচ্ছেন। গতকাল বুধবারও মির্জা ফখরুল অতিদ্রুত নির্বাচন দেয়ার জন্য সরকারকে অনুরোধ করেন এবং বর্তমান সরকারকে সংস্কার পরিচালনা করার জন্য একটি রোডম্যাপ প্রকাশ করার আহ্বান করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে।

বিএনপি মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিএনপি মহাসচিবসহ দলটির নেতৃবৃন্দদের বহনকারী গাড়ি বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

গতকাল এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার কী চায়, জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তা জানার জন্য অতিদ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।

-আওয়াজ অনলাইন-

Loading

error: Content is protected !!