হোম » জাতীয় » ‘বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ, মৃত্যু ২৭’ : দুর্যোগ উপদেষ্টা

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ, মৃত্যু ২৭’ : দুর্যোগ উপদেষ্টা

ভারতের আগ্রাসী মনোভাব ও বাংলাদেশের ভূরাজনৈতিক হস্তক্ষেপ পরিলক্ষিত হয়েছে বিগত বছরগুলোতে। রাষ্ট্র যন্ত্রকেও কুক্ষিগত করতে ছাড়েনি প্রতিবেশি দেশটি। কোনো রকম সতর্কতা ছাড়াই ভারত তাদের বাঁধ খুলে দেয়। ফলে বাংলাদেশের ১১টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার রুপ দেখতে পায়নি বাংলাদেশের পূর্বান্ঞ্চলের জনপদ। দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৭ জন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান।

ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ০৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি।

এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ উপদেষ্টা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

দেশের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তি ও আপামর জনসাধারণ ভারতের এই কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেছে। দেশের কোথাও কোথাও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও শোভাযাত্রা-র‌্যালি বের হতে দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকারের কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করছে। অদূর ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই ইঙ্গিতই দিয়েছেন বৈকি।

.আওয়াজ ডেস্ক-

Loading

error: Content is protected !!