হোম » গণমাধ্যম » ধুনটে নয়া দিগন্ত পত্রিকার বর্ষপূর্তি পালিত

ধুনটে নয়া দিগন্ত পত্রিকার বর্ষপূর্তি পালিত

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়ার ধুনটে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি পালিত হয়েছে।    বুধবার (২৫ই অক্টোবর) সকাল ১১টার দিকে ধুুনট হাসপাতাল মোড়ে কাশবন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ বর্ষপূর্তি পালিত হয়। 

ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা এরশাদ  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ষ্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ।

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী কারিমুল হাসান লিখন, ঢাকাা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি , আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, ধুনট উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক নিত্যানন্দ শীল, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক, সদস্য প্রকাশ সাহা, আতিকুল ইসলাম, শুভাকাঙ্খী খাইরুল কবির সোহাগ, কাশবন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোখলেছুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!