হোম » গণমাধ্যম » দাগনভূঞায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা  

দাগনভূঞায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা  

মুনাফ পিন্টু: ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলার ৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা গত ১৩ মার্চ থেকে শুরু হয়।
দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।  উপজেলার সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
স্বাগত বক্তব্যে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক ও দাগনভূঞা প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
error: Content is protected !!