হোম » গণমাধ্যম » দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

এম হিরন প্রধান : জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিকদের নিয়ে ভার্চুয়াল মিটিং সম্পন্ন হয়েছে। এতে পত্রিকাটির শতাদিক সাংবাদিক অংশ নেয়।

আজ ৫ আগস্ট বৃহস্পতিবার পত্রিকার প্রধান কার্যালয় সম্পাদক-প্রকাশক মো. আইনুল হক সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা প্রতিনিধি গণ বক্তব্য রাখেন।

কভিট-১৯ মহামারী করোনাভাইরাস দ্বিতীয় ধাপের লকডাউনের সারাদেশে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিকদের “করণীয়”‘ শীর্ষক আলোচনা করা হয়।

ভার্চুয়াল জুম মিটিং শুরু হয় বিকাল ৬ টায়। নাহিদুল হাসান নয়ন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহযোগী সম্পাদক শাহজাহান সিরাজ সবুজ, বার্তা সম্পাদক আল-আমিন সেলিম, প্রধান প্রতিবেদক আবুল মোতালিব মাহমুদ হিরন, মোনায়েম হোসেন রাজু, আলমগীর হোসেন, খাদিজা আক্তার, জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি আবু সাঈদ, গাইবান্ধা প্রতিনিধি শাহজাহান সিরাজ, নওগাঁ, সুনামগঞ্জ, বগুড়া, বগুড়া, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন জিলা ও উপজেলার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

ভার্চুয়াল জুম মিটিং এর কারিগরি সহযোগিতায় ছিলেন মো. সাব্বির, সারোয়ার, ফজলে রাব্বী।

অনুষ্ঠানের সভাপতি সম্পাদক-প্রকাশক মো. আইনুল হকের সভাপতির বক্তব্যে বলেন, মহামারী করোনাভাইরাস এ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। “আমাদের করণীয়” শীর্ষক আলোচনা লকডাউন এর ভিতর জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে জনসচেতনতা মূলক লিফলেট ও মাক্স বিতরণ কার্যক্রম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

error: Content is protected !!