হোম » সাহিত্য » এখনো মরিনি তবে সত্যি একদিন মরণ হবে আমার

এখনো মরিনি তবে সত্যি একদিন মরণ হবে আমার

আবু মোহাম্মাদ হাবিবুল্লাহঃ -হাবিব খোশবাসী- আজ শুক্রবার এগারই নভেম্বর ২০২২ সাল, বিশ্রাম নিচ্ছিলাম কেয়ার বাংলাদেশ এর প্রাক্তণ সহকর্মীদের ফোন পেলাম , বন্ধুদের মাঝে নাকি এ খবর ছড়িয়ে পড়েছে প্রাক্তন এক সহকর্মী হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে , কেউ কেউ ভাবছেন আমিই সে হাবিবুর রহমানই কি মরেছি ? যারা ফোন করেছেন তারা খুশী যে আমি বেঁচে আছি l

খবরটা শুনে ব্যথিত হলাম, ভাল মানুষ ছিলেন মরহুম হাবিবুর রহমান আল্লাহপাক দয়া করে তাকে জান্নাতবাসী করুণ ,আমীন l

রবীন্দ্রনাথের গল্পে ” কাদম্বরী মরিয়া প্রমান করিল সে মরে নাই,” আমি কি দিয়ে প্রমান করবো আমি এখনও বেঁচে আছি ভাই ? এখনও বুক ভরে নিঃশ্বাস নিতে পারি নেই কোন কঠিন রোগ খেতে পারি, সুখ দুঃখের অনুভূতি হৃদয়ে এখনও জাগরুক, নামায রোযা ইত্যাদি পালন করতে কোন অসুবিধা হয়না রাতে ভাল ঘুম হয় ,পরিশ্রম করতে তেমন ক্লান্তি লাগেনা, কিন্তু একটি কথা জানি এসব কিছুরই গ্যারান্টি নেই কারও জন্মেছি যেহেতু মরণের স্বাদ নিতে হবেই একদিন আমারও।

শেষ নিঃশাসে নিথর হয়ে পরে থাকবো, আর জাগবোনা জীবনের ঋণ কৃতজ্ঞতায়ও শোধ করে যেতে পারবোনা ,আজরাইল আসবে যখন তখনই হবে আমার নিশ্চিত মরণ আমার মরণের খবর যদি পাও হে গুরুজন, প্রিয়ভাজন, তোমাদের সাথে যদি কভু করে থাকি ভুল কোন আচরণ ক্ষমা করে দিয়ো মোরে ওহে সহকর্মী,আত্মীয় -স্বজন জানাযায় উপস্থিত হতে পার যারা তাদেরকে এই মিনতি করি মিথ্যা হলেও বলো “হাবিবউল্লাহ বড় ভালো লোক ছিল “এ মিথ্যায় পাপ নেই (সহি হাদীসে প্রমান), ফেরেস্তারা বলবে আল্লাহকে আপনার এ বান্দা নাকি ভাল লোক ছিল একথা শুনেছি লোকমুখে , ফেরেস্তাদের কাছ থেকে এ সাক্ষ যখন পাবেন আল্লাহ সোবহান সে উছিলায় এ পাপীকে ক্ষমা করতে পারেন তিনি যে মেহেরবান l

error: Content is protected !!