হোম » সাহিত্য » কবি শাহজাহান সিরাজ সবুজ-এর কবিতা “প্রেমের বাড়ি”

কবি শাহজাহান সিরাজ সবুজ-এর কবিতা “প্রেমের বাড়ি”

প্রেমের বাড়ি
-শাহজাহান সিরাজ সবুজ
সখি হাতে হাত রেখে বলেছিলে সেদিন,
দু’জনে গড়বো একটা প্রেমের বাড়ি।
যে বাড়িতে থাকবেনা হিংসা-বিদ্বেষ,
হানাহানি- কানাকানি- ফুসফাস,
থাকবে শুধু ভালোবাসাবাসি।
বৈষয়িকতার কাছে পরাজিত তুমি,
তাই গড়া পারিনি প্রেমের বাড়ি,
তাই করি শুধু আফসোস।
আজও চোখ বুজিলে স্বপ্ন দেখি,
গড়েছি একখান প্রেমের বাড়ি,
জেগেই দেখি চিলেকোঠার ছাদ।
স্বপ্ন আমার স্বপ্নই রইলো,
তাই চিলেকোঠায় বসে- বসে,
গল্প-কবিতা-গান লিখি,
আর প্রেমের বাড়ির ছবি আঁকি।
কি-যে একা লাগে তোমায় ছাড়া,
ছুঁয়ে গেলে আমায়, ধরে রাখনি,
তাই প্রেমের বাড়ি গড়া হয়নি।
আজও বেহায়া মন তোমায় নিয়ে,
গল্প- কবিতা- গান লিখে,
সেই গল্প- কবিতা- গান জুড়ে,
তুমি- আমি ভালোবাসাবাসি।
সেসব কথা জানে শুধু সবুজ বাঙ্গালী।
যেদিন তোমায় খুব কাছে পাবো,
এসব গান- কবিতা তোমায় শুনাবো।
যদি আবার ধরো আমার হাতখানি,
স্বপ্নের পায়ে পড়িয়ে শিকল,
গড়বো একখান প্রেমের বাড়ি।

error: Content is protected !!