হোম » সাহিত্য » জাতীয় শোক দিবস

জাতীয় শোক দিবস

সৈয়দ আহসানঃ 
তুমিছিলে এক মহান নেতা ,
জনতাকে দেখাতে চেয়েছিলে আলোর মুখ।
দুর্বার আন্দোলনেই পরাধীনতার নাগপাশ ছিড়ে
আনলে তুমি স্বাধীনতা।

তাইতো জনতা ভালোবেসে ডাকলো তোমায় বঙ্গবন্ধু ,
জাতির পিতার আসনে বসালো তোমাকে সমগ্র জনতা।
সবারই মনের মনিকোঠায় স্থান করে নিলো তোমাকে।

হটাৎ করে নেমে এলো দুর্ভাগ্য জাতির জীবনে
এক চরম দুর্ভাগ্য।

বিপথগামী সেনাদের কাপুরুষতায় রচিত হলো
ইতিহাসের কলংক জনক অধ্যায়।

পঁচাত্তরের ১৫ই আগস্টের ভোরবেলা ,
অস্ত্র গোলাবারুদ নিয়ে হামলা হলো কুচক্রীর
লুটায়ে পড়লো পরিবারের প্রায় সবগুলো তাজা প্রাণ।

রক্তাক্ত আগস্ট আজো স্বরণে বেদনা বিধুর ,
গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় আমৃত্যু ধারণ করে রাখবো তারে শুধু

error: Content is protected !!