হোম » সাহিত্য » নিশ্চুপ থাকি

নিশ্চুপ থাকি

নিশ্চুপ থাকি
-শাহজাহান সিরাজ সবুজ 
জীবনের বাঁকে-বাঁকে, আঁকা-বাঁকা পথে,
হেঁটে চলেছি অনবরত!
আমার এই পথচলায় অনুপ্রেরণা নেই,
আছে শুধু একরাশ হতাশা!
অথচ একদা আমিও ছিলাম উদ্দাম,
স্বপ্ন দেখতাম, মানুষকে স্বপ্ন দেখতাম।
আজ হতাশায় নিমজ্জিত,
তবুও আশায় বুকবাঁধি, স্বপ্ন দেখি!
কেউ কেউ আশার বানি শোনায়,
আমিও আশ্বস্ত হই,
ক্ষণপরে দেখি সবই কথার কথা।
মাঝেমধ্যে দেখা হয় মানবতার সাথে,
তাও নির্ভেজাল নয়।
তাহলে আমি কি মানবিক?
হয়তো, হয়তোবা না!
কত-শত জুলুমের শিকার হই,
তবুও নিশ্চুপ থাকি।
অনেককিছু অপরিচিত লাগছে!
ভাবছি এই দেশ, এই ভুখন্ড,
আমার চেনা নাকি অচেনা!
কতকিছু দেখি!
অসহায়ের হৃদয় ভাঙা আর্তনাদ,
দুর্বলের উপর সবলের আক্রমণ।
দেখি শোষণ- নির্যাতন- নিপিড়ন,
নিপিড়ীতের নীরব কান্না।
কিন্তু কিছুই বলিনা।
কারণ পৃথিবী আর কানেই শোনেনা।
আর স্রষ্টা? তাঁর ধৈর্যের অন্ত নাই।
তাই আমিও নিশ্চুপ থাকি।
error: Content is protected !!