হোম » সাহিত্য » নিজ ঘরেই প্রবাসি তুমি

নিজ ঘরেই প্রবাসি তুমি

কবি কাজী তবিবুর রহমান [ফাইল ছবি]

নিজ ঘরেই প্রবাসি তুমি
-কবি কাজী তবিবুর রহমান
আমি তোমাকে পান করি,
খাই, চিবিয়ে চিবিয়ে,
উগরে দেই।
আমি তোমাকে যত্নে পুষি,
দেখি,আদরে সোহাগে
উপভোগ করি।
আমি তোমাকে ঘৃনা করি,
বিষে, ঘৃনার ছোবলে
বিষাক্ত করে তুলি।
আমি তোমাকে উপেক্ষা করি,
ভাঙ্গি ,উপেক্ষায় দেখি,
তোমার তুমিকে।
হে জীবন,
পৃথিবীর শরিরে আগুন নিয়ে বলো,
আমি আর কি পারি?
এক পলক আকাশ দেখার জন্য
হাত পেতে পেয়েছি,
ভালোবাসার প্লেটে
আগুন জল।
জীবন তুমি আর কি দেবে!
কি দিতে পারো বলো?
যখন নিজ ঘরেই প্রবাসি তুমি,
নিজের বাগানেই বয়ে যাওয়া
অচেনা পথিক।

error: Content is protected !!