হোম » সাহিত্য » শূন্য শুধুই শূন্য –

শূন্য শুধুই শূন্য –

কবি,শাহজাহান সিরাজ সবুজঃ
আমি শূন্যের খেলাঘরে করি খেলা,
আমার চারিদিকে শুধু শূন্যের মেলা।
শূন্য হৃদয়, শূন্য প্রেম, শূন্য স্মৃতির পাতা,
ভাবতে গেলেই চারদিকে আঁধার কালো।
শূন্যতে সুখ, শূন্যতে দুঃখ, রাগ-বিরাগ,
কোথায় গেলে শূন্য হৃদয় পাবে পূর্ণতা,
কোথায় গেলে শূন্য হৃদয় হবে ভালো।
দুই শূন্য, এক শূন্য, শূন্য শুধুই শূন্য,
শূন্যতেই চলে যোগ- বিয়োগ, গুণ- ভাগ,
আমার জীবন জুড়ে শূন্যের মহা মেলা,
ভাবতে ভাবতেই দুচোখে আসে অশ্রু।
শূন্য প্রাণ, শূন্য হৃদয়, শূন্য বাড়ি- ঘর,
এইসব ভাবতেই লাগে বড্ড একা।
শূন্য জমি, শূন্য গোলা, শূন্য একাউন্ট,
যখন শূন্য, শূন্য খেলা চলে চারদিকে,
দুঃখ তখন হবে আপন, সবাই হবে পর।
পকেট যখন শূন্য হবে, আপন হবে পর।
শান্ত মনের ভাবনারা হবে আপনজন।
error: Content is protected !!