হোম » সাহিত্য » মোর তরে মর্ত্য হয়নি সুধাময়

মোর তরে মর্ত্য হয়নি সুধাময়

মোর তরে মর্ত্য হয়নি সুধাময়
-শাহজাহান সিরাজ সবুজ
তব প্রেমের সুবাসে নিশ্বাস নিয়ে,
আমি- আমিত্ব হারা!
বেলা অবেলায় তব প্রেমে ডুবে,
দেহ-মনে জাগে শিহরণ,
প্রত্যাশার স্বর্গে হবে নিবারণ।
মোর তরে মর্ত্য হয়নি সুধাময়,
তাই কল্পনায় স্বর্গে ভেসে বেড়াই।
কল্পণার স্বর্গে ভাসি আর ভাবি,
প্রত্যুদগমনে আগমনী গানে
জুড়াবো তব দেহমন।
সেই গানে স্বর্গ নেমে আসবে মর্ত্যে,
আনন্দ- উল্লাসে নাচবে বিস্ময়ে।
মিলেমিশে একাকার হবো দু’জনে,
সেই আগমনী গানে।
বাঁধবো তোমায় উষ্ণ আলিঙ্গনে,
তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায়।
অসীম চুম্বনে, লজ্জাবতী সুখে,
ক্ষীণ বাঁধা, তবু হবো বাঁধাহীন।
মোদের শ্বাশ্বত কামনা হবে স্ফুরণ,
সুখ- ছন্দে হবে অঙ্গে অঙ্গে নৃত্য।
ছুঁয়ে দেব ওই গোপনে লালিত
সুখের মাস্তুল খানি।
প্রবল আবেগে ডাকবো তোমায়,
হৃদয়ে হৃদয়ের দূরত্ব ঘুচাবো,
দেহের সীমানা উতরে,
মিলবো প্রত্যাশিত স্বর্গের নহরে।
দেখব তব পরতে পরতে
বিরাজিত সুখ মণি।
আঁকবো সুখের আল্পনা-নিপুণ তুলিতে,
কখনো নিশ্চুপ, কখনো ঝড় গতিতে।
সুখের পরশে কাঁপবো দুজনে,
শিরদাঁড়া জুড়ে বয়ে যাবে মোদের,
কতশত যে তাণ্ডবলীলা!
দেহের গভীরে, মনের কোটরে,
রাখবো তোমায় আপন করে।

error: Content is protected !!