জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পানিতে ডুবে মুশাদীক নামে (৭) এক ২য় শ্রেণীর স্কুল পড়–য়া ছাত্র নিহত ও একই স্কুলের আরো দু’জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে আজ (৩ অক্টোবর) বিকালে উপজেলার গড়ভবানিপুর (ফাজিলপুর) গ্রামে।
নিহত মুশাদীক উপজেলার গড়ভবানিপুর (ফাজিপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং আহতরা একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রাকিবজামান রাকিব ও ২য় শ্রেণির ছাত্র রায়হান।
সূত্রে জানা গেছে, তারা স্কুল ছুটি শেষে বাড়ির কয়েক মিটার দূর নালার মধ্যে গোসল করতে গেলে পানিতে ডুবে মুশাদীক নিহত হয় ও রাকিব, রায়হান আহত হয়।
’ানীয়রা এসে নিহত মুশাদীক এর লাশ উদ্ধার করে এবং রাকিব ও রায়হানকে উদ্ধার করে ¯’ানীয় চিকিৎসকের কছে চিকিৎসা নেয় তারা এখন সু¯’্য আছে।
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনর্চাজ আমিরুলজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন
কেউ দাবায়ে রাখতে পারেনি: শেখ হাসিনা
পদ্মাসেতু উদ্বোধন: বিশ্বব্যাংকের অভিনন্দন
গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে ছবি তোলা যাবে না