হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে দলিত ও আদিবাসীদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে দলিত ও আদিবাসীদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার শহরের গোবিন্দনগরস্থ প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ইমসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন, প্রকল্পের এডভোকেসি ম্যানেজার শাহ মো: আমিনুল হক, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্ণা বেগম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারন সম্পাদক শাহীন ফেরদৌস, দলিত নেতা রাজু বাসফোর, আদিবাসী নেতা পনুরিষি প্রমুখ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং দলিত ও আদিবাসীরা উপস্থিত ছিলেন। সভায় জেলায় বসবাসকারী দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয় এবং দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের আহবান জানানো হয়।

Loading

error: Content is protected !!