হোম » প্রধান সংবাদ » লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে প্রধান বন্ধু মাইক

লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে প্রধান বন্ধু মাইক

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: “চাহিদা বাড়লে কদর বাড়ে, চাহিদা কমলে কদর কমে” এটি কোন অর্থনীতির সূত্র নয়, মাইকের চাহিদার সূত্র। লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ কে ঘিরে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলর পদ প্রার্থী সবাইকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে শুরু হয়েছে প্রচার-প্রচারণার কাজ। তাই বেড়েছে মাইকের কদর। এখন প্রচার-প্রচারণায় মাইকই প্রধান বন্ধু।

নির্বাচনে প্রচার-প্রচারণায় বরাদ্দকৃত প্রতীক ও উন্নয়নের ফুলঝুরি ছড়াতে প্রধান হাতিয়ার মাইক। লালমনিরহাট পৌরসভার ‘মা বোনদের বলে যাই-…মার্কায় ভোট চাই’, ‘অমুক ভাইয়ের তুলনা-কারো সাথে চলে না’, ‘অমুক ভাইয়ের সালাম নিন-…প্রতীকে ভোট দিন’ স্লোগানে মুখরিত হচ্ছে। মাইক দিয়েই প্রার্থিতার উত্তাপ ছড়াচ্ছেন সব প্রার্থীরা।

মাইক ব্যবসায়ীরা জানান, পৌর নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা। মাইক ব্যবসায়ীরা আরও জানান, প্রতীক বরাদ্দ হয়েছে। এখন প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন। লালমনিরহাটের মুরাদ মাইক, দ্বীন মাইক, প্রীতম মাইক, এস বি মাইক, নজর আলী মাইক সার্ভিস, ববিতা মাইক, হানিফ মাইকসহ সব মাইক ব্যবসায়ীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান বলেন, প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখন প্রকাশ্যে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

Loading

error: Content is protected !!