হোম » প্রধান সংবাদ » অগ্নিকান্ডে গাজীপুরের আম্বার রোটর মিলস ক্ষতিগ্রস্ত।

অগ্নিকান্ডে গাজীপুরের আম্বার রোটর মিলস ক্ষতিগ্রস্ত।

আব্দুর রউফ রুবেলঃ  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজীপুরের আম্বার রোটর কারখানার উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে । এতে লোকসানের মধ্যে পড়তে পারে সুতা উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানটি ।  শুক্রবার (২৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান ।
১৪ জানুয়ারি ভোরে  আগুনে  কারখানার গোডাউনে রক্ষিত কাচাঁতুলা, প্রক্রিয়াধীন সুতা, বেশ কয়েকটা কার্ডিং মেশিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয় । ওই রোটর কারখানার সহ- মহাব্যবস্থাপক ( প্রশাসন) আহমদ শরীফ কবির জানান, অগ্নিকান্ডে কারখানার অবকাঠামোর দারণ ক্ষতি হয় । ফলে বর্তমানে এর উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে । অগ্নিকান্ডের ঘটনার পরদিন  তিনি গাজীপুর সদর মেট্রো থানায় সাধারন ডায়েরি ( ৮৩০) করেন বলেও  জানান।
এদিকে, গাজীপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুত্রে জানা যায়, তাদের ৩টি ইউনিট ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । কারখানার শ্রমিকরাও আগুন নেভানোয় অংশ নেয় ।  উল্লেখ্য, বৃহৎ শিল্প গ্রুপ পারটেক্স গ্রুপের  এ রোটর প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে গাজীপুরের বাংলাবাজারে প্রতিষ্ঠিত হয় । এ প্রতিষ্ঠান উন্নতমানের সুতা উৎপাদনে রাখছে ভুমিকা । মানব সম্পদ উন্নয়নে সচেষ্ট এ প্রতিষ্ঠানটি নিরাপদ পরিবেশ ও  কর্মসংস্থানসহ প্রয়োজনীয় সুবিধা দিয়ে আসছে ।

Loading

error: Content is protected !!