হোম » প্রধান সংবাদ » সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করলেন এডিসি মোঃ জসীম উদ্দিন

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করলেন এডিসি মোঃ জসীম উদ্দিন

আল-হেলাল,সুনামগঞ্জ:  সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম উদ্দিন প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মহান পেশা সাংবাদিকতার মানকে বিকশিত করার পাশাপাশি নিজেদেরকে
গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সুনাগরিক হিসেবে যোগ্য দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য সুনামগঞ্জের শিশু সাংবাদিকদের প্রতি আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিটি আন্দোলনকে সমর্থন যুগিয়ে মানুষকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা স্বায়ত্বশাসন ও

 

গনতন্ত্র প্রতিষ্ঠায় দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক ইত্তেফাক,বাংলার বাণী,সংবাদ ও দৈনিক আজাদসহ অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বস্তুনিষ্ট ও সঠিক সাংবাদিকতার মাধ্যমে এখনও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা সম্ভব। প্রশিক্ষণার্থীরা সাংবাদিক না হলেও এই প্রশিক্ষণ তাদের অনেক কাজে লাগবে। ৯ নভেম্বর সোমবার বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউসে পিআইবি কর্তৃক দু’দিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আলোচনার পরে পিআইবির শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় শিশু সাংবাদিকতা বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম উদ্দিন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পিআইবির উপ- পরিচালক মোঃ আব্দুল মান্নান,

 

প্রশিক্ষক মো. শাহ আলম সৈকত,পারভেজ আহমেদ ও আবুল কালাম আজাদ। এর আগে ৮ নভেম্বর রবিবার উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক একুশে পদকে ভূষিত কবি সাংবাদিক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।

Loading

error: Content is protected !!