হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণের ঘটনায় এখন প্রর্যন্ত ১১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণের ঘটনায় এখন প্রর্যন্ত ১১ জনের মৃত্যু

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত সব শেষ খবর অনুযায়ী শিশুসহ ১১জনের মৃত্যু হয়েছে।

গতকাল রাতে গুরুতর দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছিলো৷ তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক৷

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসুল্লি দগ্ধ হয়েছেন৷

সর্বশেষ রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনকে ভর্তি করা হয়েছে৷ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক৷ অধিকাংশের শরীরের শতভাগ পুড়ে গেছে৷

এদিকে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন মো. ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), মোস্তফা কামাল (৩৫), রিফাত (১৮) মাইনুউদ্দিন (১২), মো. রাসেল রাশেদ, নয়ন, বাসার মোল্লা, বাহাউদ্দিন, শামীম হাসান, জোবায়ের, জয়নাল, মোহাম্মদ আলী সাব্বির, মোহাম্মদ আলী, মামুন, কুদ্দুস বেপারী, মোহাম্মদ নজরুল, সিফাত, আব্দুল আজিজ, নিজাম, মো. পেনান, নাদিম হুমায়ুন, ফাহিম, জুলহাস, ইমরান হোসেন, আব্দুস সাত্তার, আমজাদ, মসজিদের ইমাম আবদুল মালেক, মোয়াজ্জিন দেলোয়ার হোসেনের নাম পাওয়া গেছে।

Loading

error: Content is protected !!