হোম » প্রধান সংবাদ » তিস্তার পানি বিপৎসীমার ৬৩ সেমি উপরে, প্লাবিত ১৫ গ্রাম

তিস্তার পানি বিপৎসীমার ৬৩ সেমি উপরে, প্লাবিত ১৫ গ্রাম

অবিরাম বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এতে ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ বুধবার সকাল ৬টায় বিপদ সীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী ও চরাঞ্চলের অন্তত ১৫টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে চরাঞ্চলের ১১টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানিতে শত শত হেক্টর জমিতে থাকা বাদাম ও মরিচের ক্ষেত তলিয়ে গেছে। এলাকাগুলো হলো বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজমখাঁ, হয়বত খাঁ, বিশ্বনাথের চর, চরগনাই, ঢুষমারা, চর রাজিব, গোপিঙ্গা, গদাই, পাঞ্জরভাঙ্গা, তালুক শাহবাজপুর।

প্রবল বেগে পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে।

-আওয়াজ অনলাইন-

Loading

error: Content is protected !!