আওয়াজ অনলাইন : ৬ জেল সুপারকে পদোন্নতি না দিয়ে আদালত অবমাননার দায়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরিকে তলব করেছেন আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের আদেশ পালন না করলে সেটি সহজভাবে দেখার সুযোগ নেই।
আগামী ৪ ডিসেম্বর তাদের স্বশরীরে হাজির হয়ে আদালত অবমানার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
‘বিকল্পধারা বাংলাদেশ’ মনোনীত প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরীর নমিনেশন ফরম বাতিলের বিরুদ্ধে আপিল
অবসরের ৩ বছর পার না হলে নির্বাচনে অংশগ্রহণ নয়: হাইকোর্ট
ঠাকুরগাঁও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা