আওয়াজ অনলাইন: মানবিক বিপর্যয়ে পড়েছে বন্যায় প্লাবিত লিবিয়া। লাশের গন্ধে ডেরনা শহরের বাতাস ভারি হয়ে উঠায় মাস্ক সরবরাহ করা হচ্ছে। তবে পর্যাপ্ত ত্রাণের অভাবে কষ্টে দিনপাত করছে মানুষ। জলাশয়গুলোতে লাশ পচে যাওয়ায় পানিবাহিত রোগ বিস্তারের আশঙ্কা বাড়ছে। প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ১১ হাজার ছাড়িয়েছে।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লিবিয়ায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বিপর্যস্ত ডেরনা শহর পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ফসলের মাঠগুলো মরিচা ধরা লালচে পানিতে তলিয়ে গেছে।
সড়কে তৈরি হওয়া ছোট-বড় খানা-খন্দে বেহাল দশা যানবাহনের। ফলে ত্রাণ কার্যক্রমে দেখা দিয়েছে ধীরগতি। উদ্ধারকর্মীসহ ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া মানুষদের সরকারিভাবে মাস্ক সরবরাহ করা হচ্ছে। লাশের গন্ধে বাতাস ভারী হয়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
ভূমধ্যসাগর ঘেঁষা এ শহরে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় ভয়াবহ সংকটে পড়েছে বাসিন্দারা। সংকটের এতদিন পরেও কেন্দ্রীয় তদারকির অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
বন্যায় আশ্রয়হীন মানুষেরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এছাড়া, পানি-সম্পর্কিত রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা বাড়ছে।
এমন পরিস্থিতিতে, বেঁচে থাকা, প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসা কর্মীদের মধ্যে জরুরি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তার বিশাল প্রয়োজন বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন
ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালো মণিপুরের শিক্ষার্থীরা
ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসানে আগামী সপ্তাহে জাতিসঙ্ঘে ভোট
মণিপুরে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা