আওয়াজ অনলাইন: পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।
বিবিসি জানায়, দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে যাচ্ছিলো। রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি এক পর্যায়ে ২শ’ মিটার গভীর খাদে পড়ে যায়।
এতেই হতাহতের এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি বলছে, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
আরও পড়ুন
ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছোট পরিসরে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইইউ
ইরানী পার্লামেন্টে নারী পোশাকবিধির বিতর্কিত বিল পাস