হোম » আন্তর্জাতিক » ইজরায়েল জুড়ে বিক্ষোভ

ইজরায়েল জুড়ে বিক্ষোভ

আওয়াজ অনলাইন: সমগ্র ইজরায়েল জুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেদেশের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার ইজরাইলি।

জানা যায়, ইসরাইলের প্রধানমন্ত্রি বেন্ঞ্জামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে এ বিক্ষোভ করেছে সেদেশের নাগরিকগণ।

আজ শনিবার (২১ জানুয়ারি) তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে ধারণা করছে ইসরাইলি গণমাধ্যম।

বিক্ষোভকারীরা বলছেন, এই সংস্কারের ফলে আদালত দ্বারা মন্ত্রীদের গণতান্ত্রিক চেক এন্ড ব্যালেন্স হুমকির মুখে পড়বে।

অন্যদিকে সরকারের দাবি, আইনজীবী কর্মীদের বাড়াবাড়ি রোধ করার জন্য এই পরিকল্পনা জরুরি। তবে এর বিরোধিতা করেছে বিভিন্ন আইনজীবী গোষ্ঠী। ব্যবসায়ীরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইসরাইলের বার অ্যাসোসিয়েশনের প্রধান আভি চিমি বলেছেন, ‘তারা আমাদেরকে একনায়কতন্ত্রে পরিণত করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তারা বিচার বিভাগীয় কর্তৃত্বকে ধ্বংস করতে চায়, বিচার বিভাগীয় কর্তৃত্ব ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ নেই’।

তাদের অভিযোগ, বিচারকদের স্বাধীনতার খর্ব এবং সরকার ও সংসদের তত্ত্বাবধানকে দুর্বল করার পাশাপাশি, পরিকল্পনাগুলো সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুণ্ন করবে এবং আরও দুর্নীতির দরজা খুলে দেবে।

বিশ্বের সবচেয়ে সমকামীর দেশ ইজরায়েল। সেদেশের নাগরিকগণ অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ নাগরিক সুবিধা পেয়ে থাকে। তারা সরকারের যেকোনো বিষয়ে দ্বিমত হলে আন্দোলন করতে পারে। সরকারের পক্ষ থেকেও তাদের আন্দোলন ইতিবাচকভাবে গ্রহণ করা হয়।

ইজরাইল এমন একটা দেশ যে দেশে পৃথিবীর সব ইহুদীরা এসে নাগরিকত্ব নিতে পারে।

১৯৪৮ সালের দিকে ইজরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে বিশ্বের বুকে একটা নতুন ফ্যাসিবাদ রাষ্ট্রের জন্ম হয়। ১৯৪৮ সাল থেকে পৃথিবীর সব দেশের ইহুদীরা একে একে ইজরায়েলে আসতে থাকে। সেই সাথে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করে।

২০১৮ সালে এসে ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে।

error: Content is protected !!