হোম » আন্তর্জাতিক » ব্রিটেনের নতুন রাজা হলেন চার্লস

ব্রিটেনের নতুন রাজা হলেন চার্লস

ডেস্ক রিপোর্ট: সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হলেন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী হিসেবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি ব্রিটেনের সিংহাসনে আরোহন করবেন। প্রিন্স চার্লস ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন৷

রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল ৩ বছর৷ তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন চার্লস। তবে তার মা দীর্ঘিজীবি হওয়ায় তাকে সিংহাসনে বসতে হচ্ছে ৭৩ বছর বয়সে। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন তিনি।

প্রিন্স চার্লস হলেন আধুনিক সময়ের প্রথম ব্রিটিশ রাজা৷ তিনি বাড়িতে ব্যক্তিগত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের বদলে স্কুলে পড়েছেন৷ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। তাছাড়া রয়্যাল বিমান বাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন৷ ১৯৭০ সালের দিকে যুদ্ধজাহাজে অবস্থানও করেছেন তিনি। ১৯৮১ সালে ৩২ বছর বয়সে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১৯৯২ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৭ সালে ডায়ানা ফ্রান্সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে সাধারণ মানুষের চক্ষুসূলে পরিণত হয়েছিলেন তিনি।

এদিকে এর আগে ১৬২৫ সাল থেকে শুরু করে ১৬৪৯ সাল পর্যন্ত প্রথম চার্লস এবং ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত দ্বিতীয় চার্লস ব্রিটেন শাসন করেন৷

প্রথম চার্লসের শাসনের অবসান হয় তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে৷ আর দ্বিতীয় চার্লস স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

সূত্র: বিবিসি, সিএনএন, উইকিপিডিয়া

SSS###

error: Content is protected !!