হোম » আন্তর্জাতিক » পাকিস্তানে প্রথম শপথ নিলেন নারী বিচারপতি

পাকিস্তানে প্রথম শপথ নিলেন নারী বিচারপতি

আওয়াজ অনলাইনঃ প্রথম নারী হিসেবে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন আয়েশা মালিক। এরই মধ্যে সোমবার ইসলামাবাদে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে শপথ নেন তিনি। পাকিস্তানের প্রেক্ষাপটে এ ঘটনাকে যুগান্তকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্খিত বিতর্কের পর পাকিস্তানের যে কমিটি বিচারক নিয়োগ দেয় তারাই আয়েশাকে নিয়োগ দিয়েছেন।

আয়েশা মালিকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদ। আয়শার শপথ গ্রহণের অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এখন থেকে পাকিস্তানের শীর্ষ আদালতের বেঞ্চে ১৬ পুরুষ সহকর্মীর সাথে বসবেন আয়েশা। এর আগে দুই দশক, দেশটির হাইকোর্টের বিচারকের দায়িত্বে ছিলেন আয়েশা।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বিচারপতি আয়শাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হওয়ায় বিচারপতি হওয়ায় আয়েশা মালিককে শুভেচ্ছা। তার জন্য দোয়া এবং শুভকামনা রইল।”

পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেয় যে নয় সদস্যের কমিটি তারা গত বছর বিচারপতি আয়েশার মনোনয়ন বাতিল করেছিলেন। এবার বিচারপতি আয়শা ৫-৪ ভোটে নির্বাচিত হন।

আইনজীবীদের কারো কারো অবশ্য এই নিয়োগ পছন্দ হয়নি। তাদের অভিযোগ, বিচারপতি আয়েশা দেশটির নিম্ন আদালতের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারকের একজন নন। গত বছর তার মনোনয়ন বাতিল হয়েছিল।

ধর্ষণের শিকার নারীদের কুমারীত্ব পরীক্ষার বিতর্কিত ও অবমাননাকর নিয়ম বাতিলের কৃতিত্বও দেয়া হয় আয়েশাকে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করেন ৫৫ বছর বয়সী এই নারী। আইন বিষয়ে বেশ কিছু প্রকাশনাও রয়েছে আয়েশা মালিকের।

সুত্র-  Independent Tv

error: Content is protected !!