হোম » আন্তর্জাতিক » করোনায় আক্রান্ত বাইডেন

করোনায় আক্রান্ত বাইডেন

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় করোনা শনাক্ত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন তিনি। উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন। তাকে টিকা দেয়া হয়েছে। ডেলাওয়ারে নিজের বাসায় তিনি সঙ্গনিরোধে থাকবেন। তবে তিনি সব দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউস আরও বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট তথ্য সরবরাহ করা হবে।

-আওয়াজ অনলাইন-

Loading

error: Content is protected !!