আওয়াজ অনলঅইন : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৫ জনে।
এ সময় ৪৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার কোভিডে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ৪২১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ১১১টি ও নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ১২২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
ছবি: সংগৃহীত। এইচ.
আরও পড়ুন
মহেশখালীর আলোচিত সন্ত্রাসী নোমান অস্ত্রসহ গ্রেফতার
হেলিকপ্টারে বিয়ে করে পিতা- মাতার স্বপ্নপূরণ করলেন স্বপ্ন
বাইকারদের মুগ্ধ করে এনফিল্ডের ৩ মডেল