হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫

আওয়াজ অনলাইন : দেশে করোনাভাইরাসে গত একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া শনাক্তের হারও ছাড়িয়েছে ১৬ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যা আগের দিন ছিল ১ হাজার ৯০২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১২ জনের মধ্যে ৮ জনই ছিলেন ঢাকার বাসিন্দা। এর বাইরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও যাশোর জেলায় একজন করে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, একদিনে মৃত্যুর এই সংখ্যা গত ৫ মার্চের পর সর্বোচ্চ। সেদিন ১৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে করোনাভাইরাসের সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও নেমে এসেছিল শূন্যের ঘরে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৭৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন কোভিড রোগী সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা নিয়ে এই পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জনে। / এইচ.

error: Content is protected !!