হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » ভৈরবে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ

ভৈরবে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদেও ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিীর সহযোগিতায়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার –পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষ্যে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে । প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের সমন্বয়ে প্রশিক্ষণ প্রদান করেন সহকারি সার্জন ডাঃ মোহাম্মদ জহির উদ্দিন ও ডাঃ আদনান আহসান । প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ও গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম শাহরিয়ার,মেম্বার ও নারী মেম্বার সহ ২৮ জন জনপ্রতিনিধি অংশ নেন । প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনা, কমিউনিটি গ্রুপ ও কমিউিনিটি সাপোর্ট গ্রুপ সম্পর্কে ধারণা দেন । এছাড়া কমিইনিটি ক্লিনিক কার্যক্রমের টেশসই বাস্তবায়নে জনগণকে মাধ্যমে দৃষ্টিভঙ্গি,সক্ষমতা ও সক্রিয়তার উন্নয়ন করনীয় নির্ধারন ও বাস্তবায়ন সম্পকে ধারণা দেওয়া হয় ।

error: Content is protected !!