হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিমিয় ও কম্বল বিতরণ

মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিমিয় ও কম্বল বিতরণ

হারুন উর রশিদ সোহেল,রংপুরঃ  রংপুরের মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা আব্দুল করিম। এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য আতিয়ার রহমান। মত বিনিময় সভা শেষে ৮২ জন মুক্তিযোদ্ধা ও ৩ জন বীরঙ্গনাকে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন,‘ আপনারা (বীর মুক্তিযোদ্ধাগণ) দেশের শ্রেষ্ট সন্তান। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আপনাদের অবদান বাঙ্গালী জাতি চিরকাল স্বরণ রাখবে। আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

error: Content is protected !!