এইচ এম রুহুল কাদের, চকরিয়া: ঘুর্ণিঝড় হামুনের আঘাতে চকরিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৪শে অক্টোবর রাত ৯টা থেকে ফোন ও ইন্টারনেটসংযোগ বেশিরভাগ এলাকায় নেই। তবে কোথাও বিদ্যুৎসংযোগ থাকলেও এই আছে এই নেই অবস্থা।
সড়কের ওপর গাছ উপড়ে থাকায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ পুরোপুরি সচল হয়নি। হামুনের আঘাতে ফসলি জমির ধান-সবজিসহ অন্য ফসলেরও মারাত্মক ক্ষতি হয়েছে। তা ছাড়া পহরচাঁদা ফাজিল মাদ্রাসা,হাজিয়ান আদর্শ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। তাছাড়া মাতামুহুরি নদীর পানির আঘাতে মানিকপুর-ফাইতং সংযোগ সড়কের ব্রিজের মাঝখানে ভেঙ্গে গেছে।
পল্লীবিদ্যুৎ সমিতি জানিয়েছে, চকরিয়া-পেকুয়ায় পুরো বিদ্যুৎ ব্যবস্থাই ভেঙে পড়েছে। চালু করতে কয়েক দিন সময় লাগবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন,রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টার দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতির বিবরণ লিখিত দিতে। সরকারি অফিসারদের নিয়ে গঠিত একাধিক টিমও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
এদিকে বদরখালীতে ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে গাছ পড়ে আসকর আলী (৪২) নামের একজন নিহত হয়েছে।তিনি বদরখালী ৪নং ওয়ার্ডের টুঠিয়াখালী এলাকার বাসিন্দা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভ্য বলে জানান স্থানীয় চেয়াররম্যান।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ