হোম » শিরোনাম » তাজরীন অগ্নিকাণ্ডের ১০ বছর পূর্তিতেঃ এসজিএসএফ এর মোমবাতি প্রজ্জ্বলন

তাজরীন অগ্নিকাণ্ডের ১০ বছর পূর্তিতেঃ এসজিএসএফ এর মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব সংবাদদাতা : ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনার দশ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচারকাজ। ২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মারা যায় ১১২ জন শ্রমিক। আহত হয় আরও অনেকেই। ঐ অগ্নিকাণ্ডে স্বজন হারানো ব্যক্তিদের কান্না যেন থামছেই না।

২৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঢাকার মহাখালী নিজস্ব কার্যালয়ের সামনে তাজরীন অগ্নিকাণ্ডে আহত ও নিহত শ্রমিকদের স্বরনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ) মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সমবেদনা জানান।

বক্তাগণ বলেন, দেশের ইতিহাসে এ ঘটনা অন্যতম ভয়াবহ ট্রাজেডি হলেও বিচার নিয়ে রয়েছে ধীরগতি। অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক একেএম মহসিনুজ্জামান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, চার্জশিট দাখিলের পর ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটি এখন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনার আদালতে বিচারাধীন। বিচার শুরুর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সাক্ষ্যগ্রহণে অগ্রগতি খুব সামান্য।

বক্তাগণ আরো বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১২ পোশাক শ্রমিক মারা যান। আহত হন আরো শতাধিক গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টস কারখানাটিতে এক হাজার একশ ৬৩ জন শ্রমিক কাজ করতেন কিন্তু দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। নিহত ১১২ জনের মধ্যে তিনতলায় ৬৯ জন, চারতলায় ২১ জন, পাঁচতলায় ১০ জন, পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে মারা যান ১১ জন।

মরদেহ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৫৩ জনের মরদেহ শনাক্ত না হওয়ায় তাদের অশনাক্ত অবস্থায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ওই ঘটনায় আশুলিয়া থানায় এসআই খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের নামে একটি মামলা করেন। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির ৩০৪(ক) ধারা যুক্ত করা হয়।

তাজরীন অগ্নিকাণ্ডের ১০ বছর পূর্তিতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ) এর মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, সৈকত চৌধুরী, ইসমত জেরীন, তাসলিমা আফরোজা, ইমরান রহমান, তমাস্রী দাস, আলী সম্প্রীতি, মোঃ মামনুর রশিদ, আলমগীর হোসেন, সানজিদা পারভীন, তোফায়েল হোসেন, সাব্বির আহম্মেদ, মোঃ মিরাজ, মোঃ আরমান, হাবিবুর রমান, কাজী তানজীর আহম্মেদ, আরিফুজ্জামান, লালচাঁদ, শাবানা,আশিদ মিয়া, ফরিদ সহ দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

error: Content is protected !!