হোম » শিরোনাম » জার্মান ভ্রমন

জার্মান ভ্রমন

সৈয়দ আহসানঃ আমরা ৩ বন্ধু অনেক দিন থেকেই জার্মানির বোডেন সাগর এলাকাটা ভ্রমনের চিন্তা করছিলাম ,তা ছাড়া জার্মান সরকার তেলসঙ্কটের কারনে নিজস্ব গাড়ী চালানোকে অনুৎসাহিত করতে মাসব্যাপী মাত্র ৯ ইউওরোতে সমগ্র জার্মান ভ্রমনের সুযোগ করে দিলো।

ভোর চারটায় ঘুমথেকে উঠে কেন্দ্রীয় রেল স্টেশনে বিভিন্ন জায়গা থেকে এসে আমরা ৩ বন্ধু মিলিত হলাম। এটা এক দীর্ঘ ট্রেন জার্নি I এই ৪৩০ মাইল দূরের সাগরে লোকাল ট্রেনে যেতে হবে। মোটামুটি চারবার ট্রেন বদলিয়ে দীর্ঘ সাড়ে সাত ঘন্টার পথ পেরিয়ে জার্মানি-সুইজার ল্যান্ডের মৈদ্ধবর্তী সাগরের একটা বন্দরে পৌছালাম।

সে এক অভূতপূর্ব সৈন্দর্যের লীলাভূমি এই সাগরের তীর। শতশত জাহাজ আর বিভিন্ন জলযান ঘুরে বেরাচ্ছে এই অথৈ সাগরের বুকে। বন্দর এলাকা পরিদর্শন করে আমরা একটা হাইস্পিড জাহাজে চড়ে বসলাম। জাহাজটা চলছে তো চলছেই আর আকাশ তাকিয়ে দেখি বেশ কটা জেপেলিন পুরো সাগরটাকে উপর থেকে চক্কর দিচ্ছে। এক ঘন্টা সাগরে ঘুরাঘুরি শেষে সুইজার ল্যান্ডের একটা বন্দরে পৌছালাম।

চলবে।

error: Content is protected !!