হোম » শিরোনাম » বেলকুচিতে কৃষক মাঠদিবস পরিদর্শন করেন – মশিউর রহমান

বেলকুচিতে কৃষক মাঠদিবস পরিদর্শন করেন – মশিউর রহমান

আব্দুল আলিম বেলকুচি (সিরাজগঞ্জ) থেকেঃ বেলকুচিতে কৃষক মাঠদিবস পরিদর্শন করেন যুগ্মসচিব কৃষি মলন্ত্রণায় মশিউর রহমান।

ক্রপিং প্যাটার্নঃ সরিষা বোরো পতিত ভিত্তিক সরিষা প্রদর্শনীর কৃষক মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়,(শনিবার ২৫ ডিসেম্বর) সকালে আদাচাকী ঈদগা মাঠে।

বেলকুচি কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের আয়োজন,তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্য মাঠ পরিদর্শন ও আলোচনা সভায়, সভাপতিত্ব করেন,আবু হানিফ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মশিউর রহমান (যুগ্মসচিব কৃষি মলন্ত্রণায় ঢাকা)।

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্য ও মাঠ পরিদর্শনের সময়,যুগ্মসচিব কৃষি মলন্ত্রণায়
মশিউর রহমান কৃষকদের আধুনিক উচ্চ ফলনশীন জাতের চাষ বাদ এবং সার ব্যবস্থাপনা বিষয়ে কষকদের পরামর্শ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জসীম উদ্দিন প্রকল্প পরিচালক, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, প্রকল্প ডিএই, খামার বাড়ি ঢাকা,উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল। জহুরুল ইসলাম ভুঁইয়া নবনির্বাচিত ইউপি ৩নং বাঙ্গাবাড়ী, মোছাঃ মিশু আক্তার কৃষি কর্মকর্তা প্রমুখ,

error: Content is protected !!