হোম » শিরোনাম » ৮৩৪ ইউপি ভোটের মধ্যে নৌকা জয়ী ৪৮৬, স্বতন্ত্র ৩৩০

৮৩৪ ইউপি ভোটের মধ্যে নৌকা জয়ী ৪৮৬, স্বতন্ত্র ৩৩০

আওয়াজ অনলাইনঃ ৮৩৪ ইউপি ভোটের মধ্যে নৌকা জয়ী ৪৮৬, স্বতন্ত্র ৩৩০ ইউপিতে, চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয়ধাপের ফলাফলে স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেশিরভাগ জায়গায় দলটির নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদেশে অনুষ্ঠিত ৮৩৪ ইউপি ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা ৪৮৬টি ইউপিতে জয় পেয়েছে। যার মধ্যে আবার ভোট ছাড়াই চেয়ারম্যান হয়েছেন ৮১জন। স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন ৩৩০ জনের মত প্রার্থী।ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগ আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি-জামায়াত সমর্থিত। কেননা বিএনপি আনুষ্ঠানিকভাবে ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের ১৮জন প্রার্থী জয়লাভ করেছেন।

এর মধ্যে জাতীয় পার্টি-জাপা ১০টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪টি, জাতীয় পার্টি-জেপি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি ও খেলাফত মজলিশ ১টি ইউপিতে জয় পেয়েছে। দ্বিতীয়ধাপে ভোট পড়েছে ৭৩ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে গত ২১জুন ও ২০ সেপ্টেম্বর প্রথমধাপের দু’দফায় অনুষ্ঠিত ৩৬৪ ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগ জয় পেয়েছিলো। যদিও ওই ধাপেও ৭৩জন আওয়ামী লীগের চেয়ারম্যান ভোট ছাড়াই নির্বাচিত হন। ভোট পড়েছিলো প্রায় ৭০ শতাংশের মতো। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ ইউপির মধ্যে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে ১০০জন।

এখন পর্যন্ত তিনধাপে ২৫৪জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

error: Content is protected !!