হোম » শিরোনাম » আমরা যে বড় একা হয়ে গেলাম

আমরা যে বড় একা হয়ে গেলাম

আওয়াজ অনলাইনঃ কেমন আছো তুমি? কতদিন,তোমাকে দেখিনা, কত দিন তোমার কন্ঠ শুনিনা, কত দিন কোনও স্পর্শ নেই তোমার!!!  তুমি-ছিলে-কখনো-বুঝিনি। ভেবেছিলাম যেন তুমি থাকবেই,যতদিন আমি বা আমরা থাকি ততদিন – যেন এরকমই কথা ছিল। কেন তুমি আমাদের একা ফেলে চলে গেলে -মা?

বারবার চোখের সামনে ভেসে ওঠে তোমার হাসিমাখা মুখে চির বিদায়ের স্মৃতি,
কিছুই আর আগের মত নেই,,
সেই চির চেনা মুখ,,,
সেই ঘর,সেই আসবাব,
কিছুই আর তার আগের রূপে নেই।
সবকিছুর প্রতিস্থাপন, অদল-বদল,,
এটাই পৃথিবীর নিয়ম,,
কিন্ত এই পরিবর্তন, প্রতিস্থাপন কেন মানতে এত কষ্ট হয়??!!
বড় মায়াময় নিষ্ঠুর এই পৃথিবী।

আজ ,,,
যদি আম্মার বুকে মাথাটা রেখে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতাম,,,,
আম্মার পায়ে মাথা রেখে সোফায় গুটিশুটি পাকিয়ে শুয়ে থাকতাম,আর মা আমার চুলে বিলি কেটে দিত,,,

মা আমার ,,,,
কই পাবো সেই আলিঙ্গন, আদর, তোমার মায়াভরা আবদার, ভালোবাসার অতল ভান্ডার,,,
এত জলদি সব আলো নিভে গেল,,
সবাইকে সব দায় থেকে মুক্ত করে দিয়ে খুব জলদি চলে গেলে ওপারে।।।

আমরা যে বড় একা হয়ে গেলাম তোমাদের ছাড়া,

মা! পরপারে তুমি কেমন আছো….?
মা! আল্লাহর কাছে তোমার জন্য নাজাতের দোয়া করি,তোমার জন্য চির প্রশান্তির জান্নাত কামণা করি,কবরের কঠিন আযাব হতে পানাহ চাই,আল্লাহর রহমতের অবারিত ধারা বর্ষিত হোক তোমার বিদেহী আত্মার উপর।
“রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানির ছাগিরা”

error: Content is protected !!