হোম » শিরোনাম » প্রথম কোন বাংলাদেশী জার্মানির পার্লামেন্টে বসে দেশকে শাসন করবে

প্রথম কোন বাংলাদেশী জার্মানির পার্লামেন্টে বসে দেশকে শাসন করবে

সৈয়দ আহসানঃ  আগামী ২৬ শে সেপ্টেম্বর জার্মানির জাতীয় সংসদ নির্বাচন । ১৬ টি প্রদেশের ৬ কোটি ৪০ লাখ ভোটার ৫৩ টি রাজনৈতিক দলের ৪,৭৮০ জন প্রার্থীর মধ্যে ৫৯৮ জন সাংসদ নির্বাচিত করবেন ।

নির্বাচনের বাকী আর মাত্র কদিন। সব দলই তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছেন । ৫৯৮ পদের জন্য লড়ছেন ৫৩ রাজনৈতিক দলের প্রায় চার হাজার সাত শত আশি জন প্রার্থী ।হেসেন প্রদেশের ফ্রাঙ্কফুর্ট আম মাইন একটি ব্যাংকিং নগরী । এখানে ১৮২ ও ১৮৩ এই দুই আসনের জন্য লড়বেন গড় হিসেবে ১৬ জন প্রার্থী ।

পশ্চিম জার্মানির জোস্ট জেলার ১৪৬ নম্বর আসন থেকে এই প্রথমবারের মতো শাহাবউদ্দিন মিয়া সবুজ দল থেকে সংসদ সদস্য হিসাবে লড়বেন ।শাহাবউদ্দিন পেশায় একজন দোভাষী ও বাংলাদেশে তার বাডী মাদারীপুর । তিনি নির্বাচিত হলে পরিবেশ বিপর্যয় ও ইমিগ্রেশন নিয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।

এক জরিপে দেখা গেছে, সবুজ দল হবে ক্ষমতার মেরুকরন । হতে পারে সবুজ দলের আনানেলা ভেরবার্ক নতুন নারী চ্যান্লসের ।সম্ভবত তিনি ই হবেন দ্বিতীয় নারী রাস্ট্রপ্রধান । পুঁজিবাদের বিরুদ্ধের প্রতিক ।

বাংলাদেশী জার্মানরদের বেশীরভাগ ই এটা চান । তবে সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত ।

error: Content is protected !!