হোম » শিরোনাম » রায়গঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

রায়গঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন উপজেলার কৃষকেরা। উপজেলার ৯ টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে চোঁখ যাই সে দিকেই আমণ ধানের সবুজের সমারহ উপলব্দি করা যায়।

উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, ধূপিল, ঘুরগা, চান্দাইকোনা, ধানগড়া, ভ্রম্যগাছা, নলকা, পাঙ্গাসীসহ গত দু’ দিন ধরে বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার আমন ধানে কিছু কারেন্ট পোকাড় আক্রমণ হলেও তেমন খতির সম্ভবনা নেই বললেই চলা যায়। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমাদের আমন ধানের বাম্পার ফলন হবে বলে আমরা আসাবাদি। কৃষকরা আরো বলেন, বর্তমানে বাজারে ধানের দাম যা আছে, তা চলমান থাকলে আমাদের মতো কৃষকরা ধান চাষে লাভবানও হতে পারবেন।

তাছাড়া সরকারের পাশাপাশি উপজেলা কৃষিকর্মকর্তাগণ কৃষকদের কীটনাশক,বীজ,সার দিয়ে যেভাবে সহযোগিতা করছেন, তা সবকিছু স্বাভাবিক থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন উপজেলার কৃষকেরা।

error: Content is protected !!