হোম » শিরোনাম » জীবন নদীর কবিতা

জীবন নদীর কবিতা

জীবন নদীর কবিতা 
-শাহজাহান সিরাজ সবুজ 
কূল নাইরে সখা, তাই অকূলে বাসি,
এপার-ওপার দুইপারে ধাক্কা খাইয়া,
মাঝেখানে আমি ভনভনিয়ে ঘুরি।
জীবন এক বহতা নদীরে সখা,
সেই নদীতে ভাইসা যাই একা একা,
আমার কোথাও ঠাঁই নাইরে সখা।
ছিলাম বনের মুক্ত পাখিরে সখা,
বনের পাখিরে বন্দী কইরা,
পিরীতি শিখাইয়া, দিওয়ানা বানাইয়া,
বিনা নোটিশে দিলো তাড়াইয়া সখা।
কালো নদের কালো পদ্ম আমি,
দিনের শেষে প্রয়োজন ফুরাইলে,
কালো নদের কালো জলে,
আমায় দিলো ভাসাইয়া সখা।
আহারে জীবন, আহা জীবন সখা,
অনুভবে অনুরাগে অনু রঞ্জিত!
আমি কাইন্দা বুক ভাসাই নীরবে।
বেলা নাইরে সখা, বেলা নাইরে,
পড়ন্ত বেলায় ভাঙনের সুর বাজে।
আগের উচ্ছ্বাস, আনন্দ নাইরে সখা,
তাই কবিতা ফ্যাকাসে হইয়া গেছে!
সময়টা কেমন করে বদলে দিলো সখা,
জীবন নদীর কবিতাকে..!

error: Content is protected !!