হোম » শিরোনাম » অর্থনীতিবিদ ওসমান হায়দার চৌধুরীর ইন্তেকাল- বি. চৌধুরীর শোক

অর্থনীতিবিদ ওসমান হায়দার চৌধুরীর ইন্তেকাল- বি. চৌধুরীর শোক

আওয়াজ অনলাইনঃ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর শ্যালক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওসমান হায়দার চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৫ সেপ্টেম্বর সকাল ৮টায় ইন্তেকাল (ইন্নালিল্লাহে…… রাজেউন) করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

অর্থনীতিবিদ ওসমান হায়দার চৌধুরী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং আর্ন্তজাতিক সংস্থায় পরামর্শক ছিলেন।

আজ বুধবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর করবস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

বুধবার এক শোকবাণীতে বি. চৌধুরী বলেন, ওসমান হায়দার চৌধুরীর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

বি. চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

error: Content is protected !!