উল্লাপাড়া প্রতিনিধিঃ তিনদিন পর শনিবার দুপুুরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ আবার তাদের কর্মস্থলে যোগদান করেছে।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যগন উল্লাপাড়া থানা পুলিশকে নিরাপদে তাদের কর্মস্থলে ফিরতে সহযোগিতা করেছেন।
এসময় সেনাবাহিনীর সার্জেন্ট কালাম হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব, সদস্য সচিব মোঃ আজাদ হোসেন,জামায়াতের আমীর মওলানা অধ্যাপক শাহজাহান আলি উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী সমাজের প্রতিনিধিরা পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।
গত বুধবার (৭আগস্ট) পুলিশ সদস্যরা চরম নিরাপত্তাহীনতার কারণে উল্লাপাড়া থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। পরে স্থানীয় আনসার সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় থানার নিরাপত্তার দায়িত্বে থাকেন।
এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানার নিরাপত্তায় আনসার বাহিনীকে সহযোগিতা প্রদান করেন।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তাহীনতার কারণে গত ৭ আগস্ট বিকেলে তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ায় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সকল কর্মকর্তাসহ পুলিশ সদস্যগন শনিবার থানায় ফিরে এসে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। এখন আবারো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, র্যাব সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরতে পুর্ণসহযোগিতা দিয়েছেন।
পুলিশ সদস্যরা থানায় ফেরার পর তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং উপস্থিত সবাই পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ