আওয়াজ অনলাইন: নির্মিত হলো বাংলাদেশের ট্রাফিক পুলিশের থিম গান। এই গানে কণ্ঠ দিয়েছেন দ্বীন ইসলাম। তিনি নিজেও একজন ট্রাফিক পুলিশের সদস্য। এর আগে পুলিশের থিম গান গেয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে দ্বীন ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ট্রাফিক পুলিশের শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে গানটি করলাম। বেশ ভালো সাড়া পাচ্ছি। এর আগে পুলিশ থিম সং গেয়ে প্রশংসা পেয়েছিলাম। স্বাভাবিকভাবে এটি আমার সহকর্মীরা বেশ আনন্দের সাথে গ্রহণ করেছেন।’
গানকে বিশ্লেষণ করে দ্বীন ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের যে ত্যাগ রয়েছে, যে বাস্তবতার মুখোমুখি হন ট্রাফিক পুলিশের সদস্যরা, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে দায়িত্ব পালনে যেভাবে নিয়োজিত থাকেন, আর ট্রাফিক পুলিশ সদস্যদের হৃদয়ের যে কথা কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব হয় না, এই গানে ও ভিডিওতে সেটি চিত্রিত করার চেষ্টা করেছি।’
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান এই গানে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন দ্বীন ইসলামকে- এমনটাই জানালেন গায়ক।
ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি দ্বীন ইসলাম গান করেন। দুটি অ্যালবাম, শতাধিক গান ও মিউজিক ভিডিও রয়েছে তাঁর।
আরও পড়ুন
পীরগঞ্জে সরকরি জমি দখলের পায়তারা, ৫৮ জনের নামে মামলা
দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু