হোম » বিনোদন » পাঠান নিয়ে ভারতে উন্মোদনা

পাঠান নিয়ে ভারতে উন্মোদনা

আওয়াজ অনলাইন: পুরো ভারত জুড়ে এখন পাঠান মুভির ঝড় বয়ে যাচ্ছে। দীর্ঘ ৪ বছর পর রুপালি পর্দায় ফিরলেন বলিউড ‘বাদশা’। গতকাল বুধবার ছবির দিনকে ‘পাঠান’

প্রিয় তারকাকে বড় পর্দায় দেখবেন বলে চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন কাতারে কাতারে মানুষ। ভিড় সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষ। সব বড় শহরেই ছবিটা প্রায় একই রকম।

ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট না পেয়েও প্রেক্ষাগৃহের সামনে ঠায় দাঁড়িয়ে দর্শক। যদিও কোনও ভাবে একটা টিকিট জোগাড় করতে পারেন!

২০ জানুয়ারি থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরেই আভাস পাওয়া গিয়েছিল ‘পাঠান’-ঝড়ের। খবর পাওয়া যায়, একশোরও বেশি দেশে মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই অ্যাকশন থ্রিলার ছবি।

শুধু তা-ই নয়, ‘পাঠান’-এর দৌলতেই ফের তালা খুলছে দেশের বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিঙ্গল স্ক্রিনের। এমনকি, বাদশার ছবি ঘিরে উন্মাদনার ঠেলায় ৫ বছর পরে গেইটি-গ্যালাক্সি দু’জায়গাতেই ‘পাঠান’ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহ মালিক মনোজ দেশাই।

error: Content is protected !!