হোম » বিনোদন » রাহুলের বাড়িতে দুর্বৃত্তের হামলা, বাদ্যযন্ত্র তছনছ

রাহুলের বাড়িতে দুর্বৃত্তের হামলা, বাদ্যযন্ত্র তছনছ

জলের গানের গায়ক রাহুল আনন্দ। গানে নেপথ্যে তিনি বাজতো যে বাদ্য ও সুরযন্ত্রগুলো, পরম মমতা দিয়ে সেসব বানিয়েছিলেন শিল্পী রাহুল। সোমবার (৫ আগস্ট) শিল্পীর বাড়িতে থাকা শতাধিক যন্ত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।

সদ্যসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম সদস্য শিল্পী রাহুল আনন্দ। ওই সময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জলের গানের সাবেক সদস্য সাইফুল ইসলাম জার্নাল জানান, একটি যন্ত্রও অবশিষ্ট নেই। তিনি বলেন, বছরের পর বছর ধরে রাহুল দা নিজ হাতে ইনস্ট্রমেন্টগুলো তৈরি করেছিলেন।

সোমবার বিকেলে হামলা ও অগ্নিসংযোগের সময় শিল্পী ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার সময় দিয়েছিল দুর্বৃত্তরা।

রাহুলের পারিবারিক এক বন্ধু জানিয়েছেন, রাহুলরা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার মন ভেঙে গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সফরের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রাহুলের বাড়িতে হাজির হয়েছিলেন। তার বাদ্যযন্ত্রগুলো দেখে মুগ্ধ হয়েছিলেন তিনিও।

-আওয়াজ অনলাইন-

Loading

error: Content is protected !!