হোম » প্রবাস » জার্মানিতে ডাক্তার হয়ে বাবার স্বপ্ন পূরণ করলেন ডালিয়া আহসান 

জার্মানিতে ডাক্তার হয়ে বাবার স্বপ্ন পূরণ করলেন ডালিয়া আহসান 

সৈয়দ আহসানঃ জার্মানিতে মাত্র ২৬ বছর বয়সে ডাক্তারী বিদ্যায় পিএইচডি সম্পন্ন করে ও ডাক্তার হয়ে বাবার স্বপ্ন পূরণ করলেন ডালিয়া আহসান।

গত শতাব্দীর ৭০-এর শেষদিকে অথবা আশির দশকে আমরা যাঁরা জার্মানিতে এসেছি তাদের প্রায় সকলেরই এখানে পাকাপোক্ত ভাবে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য দশ থেকে ১২ বছর লেগে গেছে।

সে তুলনায় ২০০০ সালের পরে আসা শিক্ষিত যুবকেরা অনেক ভাগ্যবান। ১১ বছর পর যখন স্থায়ী ভিসা পেলাম তখন অনেক দেরী হয়ে গিয়েছে। তবে একমাত্র শান্তনা এই যে, আমাদের পরবর্তী প্রজন্মের সাফল্য দেখে আনন্দে উদ্বেলিত হই। তখন গর্বে বুকটা ভরে উঠে।

সৈয়দ আহসান বলেন, জার্মানিতে বেড়ে উঠা আমাদের সন্তানদের অনেকেই ডাক্তারি পেশা বা কোনো প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা কেউবা জার্মান আর্মির কর্নেল পদে সমাসীন হয়েছেন। তেমনি আমি জার্মানিতে ৪০ বছর থেকেও তেমন কিছু করতে পারিনি তবে মেয়ের চেম্বারের সাইন বোর্ডে যখন Dr. Dr লেখা দেখি তখন গর্বে বুকটা ফুলে উঠে। এর অর্থ আমাদের ডালিয়া মাত্র ২৬ বছর বয়সে ডাক্তারী বিদ্যায় পিএইচডি করলো -এটা কি কম গর্বের।

error: Content is protected !!