হোম » অপরাধ-দুর্নীতি » উল্লাপাড়ায় অবৈধ মাটি কাটা বন্ধ করলেন স্থানীয় প্রশাসন

উল্লাপাড়ায় অবৈধ মাটি কাটা বন্ধ করলেন স্থানীয় প্রশাসন

রায়হান আলী: স্কুলের সামনে অবৈধভাবে মাটি খনন কাজ বন্ধ করলেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার রাতে স্থানীয় কতিপয় ব্যক্তি উপজেলার পাটধারী এলাকায় আব্দুর রশিদ তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়ের সামনের ফসলি জমির টপ সয়েল (উপরি ভাগের মাটি) অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে কেটে অন্যত্র মাটি বিক্রি করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন আদালতের নেতৃত্ব দেন। জব্দ করা হয়েছে ভেকু মেশিন।

নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, স্থানীয় লোকজন অভিযোগ করেন, পাটধারী এলকার কিছু প্রভাবশালী লোক তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অবৈধভাবে জমির উপরি ভাগের মাটি কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন।

খবর পেয়ে গতকাল সোমবার রাতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

তিনি ঘটনাস্থলে পৌছানোর আগেই মাটি কাটায় জড়িত লোকজন পালিয়ে যায়। পরে সেখানে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে ভেকু মেশিনটি জব্দ করা হয়।

error: Content is protected !!